শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৩ ১৪৩২   ০৭ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪

মাঠে হার্ট অ্যাটাকে মারা গেলেন ঢাকার সহকারী কোচ 

মোঃ মাহাবুবুর রাহামান রাব্বি

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫  

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের দ্বিতীয় দিনেই দেশের ক্রিকেট অঙ্গন স্তব্ধ হয়ে গেল এক মর্মান্তিক ঘটনায়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগমুহূর্তে হার্ট অ্যাটাক করে মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি।

 

 

শনিবার দুপুরে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। ঘড়িতে তখন ম্যাচ শুরুর প্রায় ২০ মিনিট বাকি। দুই দলের ক্রিকেটাররা মাঠের দুই পাশে নিজেদের ড্রেসিংরুমের সামনে ওয়ার্ম-আপ বা গা গরম করছিলেন। কোচিং স্টাফের সদস্য হিসেবে মাহবুব আলী জাকিও ক্রিকেটারদের সঙ্গেই ছিলেন। অনুশীলন চলাকালীন আচমকা তিনি মাঠের মধ্যেই লুটিয়ে পড়েন।

 

 

ঘটনার আকস্মিকতায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন ক্রিকেটার ও স্টাফরা। দ্রুত তাঁকে ঘিরে জড়ো হন সবাই। মাঠেই প্রাথমিক চিকিৎসা হিসেবে তাঁকে সিপিআর (CPR) দেওয়া হয়। এরপর দ্রুত স্টেডিয়ামে থাকা অ্যাম্বুলেন্সে করে সিলেটের আল হারামাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢাকা ক্যাপিটালস এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানায়, অত্যন্ত গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছিল। তবে চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা ব্যর্থ করে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

 

 

মাহবুব আলী জাকি দীর্ঘদিন ধরে দেশের ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে সুনামের সঙ্গে কাজ করে আসছিলেন। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে সিলেট স্টেডিয়ামে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। সতীর্থ কোচ এবং ক্রিকেটারদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঢাকা ক্যাপিটালস এবং বিপিএল গভর্নিং কাউন্সিল তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

এই বিভাগের আরো খবর